• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:২৫:৫০ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, শিক্ষক নিয়োগের ফল প্রকাশ শিগগিরই

১৩ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৪:৫৯

প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, শিক্ষক নিয়োগের ফল প্রকাশ শিগগিরই

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার ফল প্রস্তুত কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।

Ad

১২ জানুয়ারি সোমবার ডিপিইর পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান এসব তথ্য জানান।

Ad
Ad

পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৭২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো সুনির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেনি বলেও জানিয়েছেন তিনি।

এ কে মোহাম্মদ সামছুল আহসান জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফল প্রকাশের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অধিদপ্তর।

তিনি আরও জানান, গত ৩ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা ৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকভাবেই প্রায় সাত দিনের বিলম্ব হয়েছে। যত দ্রুত সম্ভব ফল প্রকাশের জন্য মহাপরিচালক (ডিজি) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে অধিদপ্তর।

তার নাম ও স্বাক্ষর নকল করে বিভিন্ন জায়গায় ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি জানান, এমনকি কোথাও তার নামও ভুলভাবে লেখা হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ফেসবুকে এ ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়ারির মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করার কথা রয়েছে। তবে সংশ্লিষ্টরা ১৮ জানুয়ারিকে সামনে রেখে ফল প্রস্তুতে কাজ করছেন। সেদিনই ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি।

অধিদপ্তরের সূত্রমতে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের ৭ থেকে ১০ কর্মদিবস পর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হতে পারে। স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ভাইভা হওয়ায় এক থেকে তিন কর্মদিবসে ভাইভা শেষ করা সম্ভব। সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে (সম্ভাব্য ৭ ফেব্রুয়ারি) অর্থাৎ, নির্বাচনের আগেই চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে গত ২ জানুয়ারি (শুক্রবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে ওই লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগেই প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৪:০৯


বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:২৯



কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে কম্বল বিতরণ
কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে কম্বল বিতরণ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১৪:৩৭

রংপুর মহানগরে টাকা ও তাসসহ গ্রেফতার ৩
রংপুর মহানগরে টাকা ও তাসসহ গ্রেফতার ৩
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৭:১২



Follow Us