• ঢাকা
  • |
  • সোমবার ৬ই মাঘ ১৪৩২ সকাল ১০:২৬:১০ (19-Jan-2026)
  • - ৩৩° সে:

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

১৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৩০:৫৭

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Ad

১৯ জানুয়ারি সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কোরদোবার কাছে আদামুজ শহরের অদূরে এই দুর্ঘটনাটি ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী দ্রুতগতির ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে আছড়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি ট্রেনও দুর্ঘটনার কবলে পড়ে এবং সেটিও লাইনচ্যুত হয়।

Ad
Ad

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, “দেশ আজ এক গভীর শোকের রাত অতিক্রম করবে।”

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ বলে উল্লেখ করলেও এখনো সঠিক কারণ জানা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাটিকে ‘একটি দুঃস্বপ্ন’ হিসেবে আখ্যায়িত করেছেন। খবর পাওয়ার পরপরই তিনি দুর্ঘটনাস্থলে ছুটে যান।

আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, জীবিতদের উদ্ধার করতে গিয়ে অনেক ক্ষেত্রে মৃতদের মরদেহ সরিয়ে পথ তৈরি করতে হয়েছে।

রেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, মালাগা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৬ লাখ সরকারি চাকরিজীবী পোস্টাল ভোট দেবেন
৬ লাখ সরকারি চাকরিজীবী পোস্টাল ভোট দেবেন
১৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৬:৪১






Follow Us