আন্তর্জাতিক ডেস্ক : 'মানুষ আমাকে পছন্দ করুক বা না করুক, আমি আটটি বড় যুদ্ধ সমাধান করেছি। প্রতিটি যুদ্ধ থামানোর জন্যই আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।'— ফের এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


এ সময় তিনি বিশেষ করে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত বন্ধে নিজের ভূমিকার কথা তুলে ধরেন। ট্রাম্প দাবি বলেন, কোনো পারমাণবিক হুমকি ছাড়াই কার্যকরভাবে ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে তিনি ভূমিকা রেখেছেন।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নির্বাচনের দায়িত্ব নরওয়েজিয়ান নোবেল কমিটির উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, 'তারা এই ঘটনার কারণে (ট্রাম্পকে নোবেল না দেওয়ায়) খুবই লজ্জিত।'
ট্রাম্প বলেন, 'মানুষ আমাকে পছন্দ করুক বা না করুক, আমি আটটি বড় যুদ্ধ সমাধান করেছি। আমি ইতিহাসে আমার চেয়ে বেশি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য এমন কাউকে দেখি না। আমি গর্ব দেখাতে চাইছি না, কিন্তু আর কেউ আমার মতো যুদ্ধ সমাধান করেনি।'
পুতিন দশ বছর চেষ্টা করেও দুটি যুদ্ধ থামাতে পারেনি বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, 'প্রতিটি যুদ্ধ থামানোর জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত। এগুলো বড় যুদ্ধ ছিল। কেউ ভাবতেও পারত না থামানো যাবে।'
ট্রাম্প আরও যোগ করেন, 'আমাকে পুতিন ফোন করেছিলেন। তিনি দুটি যুদ্ধ ১০ বছর চেষ্টা করেও থামাতে পারেননি। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না আমি পেরেছি।'
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'তাত্ত্বিকভাবে প্রতিটি যুদ্ধ থামানোর জন্যই আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। প্রতিটি যুদ্ধই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমি সে ব্যাপারে ভাবি না, আমি ভাবি জীবন বাঁচানোর ব্যাপারে। আমি কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছি।'
এসময় তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে 'মন্দ প্রেসিডেন্ট' হিসেবে আখ্যায়িত করে বলেন, ' ওবামা জানতেনই না কেন তাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। এখনও জানেন না।'
সূত্র: ডন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available