• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:১৩:৪৩ (01-Nov-2025)
  • - ৩৩° সে:

গাজায় আবারও শক্তিশালী হামলার নির্দেশ দিলেন নেতানিয়াহু

২৯ অক্টোবর ২০২৫ সকাল ০৮:১০:২৪

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থল হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

Ad

নেতানিয়াহুর নতুন হামলার নির্দেশে গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। তবে এসব হামলা কখন এবং কোথায় চালানো হবে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

Ad
Ad

ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরায়েলের দাবি, গাজায় এখনও থাকা ১৩ ইসরায়েলি বন্দির মৃতদেহ হামাস এখনও হস্তান্তর করেনি, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, হামাস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা ওই মৃতদেহগুলো উদ্ধার করতে বিশেষজ্ঞ দল ও ভারী যন্ত্রপাতির প্রয়োজন। ইসরায়েল গত কয়েক দিনে সীমিত পরিসরে এমন সহায়তা দেওয়ার অনুমতি দিলেও এখন পর্যন্ত সব মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি।

মধ্যস্থতাকারী দেশগুলো, ইসরাইলি ও মার্কিন কর্মকর্তারা— যাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন— আগেই জানতেন যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বন্দিদের দেহ উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ হবে।

চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের হাতে থাকা বন্দিদের দেহ ফেরত দেওয়ার কথা ছিল, বিনিময়ে ইসরায়েলও তাদের সামরিক অভিযান আংশিক স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বন্দিদের দেহ উদ্ধার জটিল হয়ে পড়ায় পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, বন্দিদের দেহ উদ্ধারে ব্যর্থতা ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়ার অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখন বাবরের
১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১০:৫৩

সংবাদ ছবি
ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল
১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৪৮


সংবাদ ছবি
শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৬:০০


সংবাদ ছবি
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২২:৪০

সংবাদ ছবি
ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত ৫০
১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২১:০০




Follow Us