স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম গড়লেন এক দারুণ বিশ্বরেকর্ড। ভারতের রোহিত শর্মাকে টপকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হয়ে গেলেন সর্বকালের সবচেয়ে সফল ব্যাটসম্যান।

লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয়ের পথে বাবর এই কীর্তি গড়েন। প্রায় ১০ মাস পর টি-টোয়েন্টি দলে ফেরা বাবর প্রথম ম্যাচে ব্যর্থ হলেও ৩১ অক্টোবর শুক্রবার যেন নিজের সামর্থ্যের পূর্ণ ঝলক দেখান।


রোহিত শর্মা ইতোমধ্যে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাই রেকর্ডটি যেন অপেক্ষা করছিল বাবরের জন্যই। রোহিতকে ছাড়িয়ে যেতে তার দরকার ছিল মাত্র ৯ রান।
১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার শুরুতেই গড়েন ৫৪ রানের জুটি। সপ্তম ওভারে কর্বিন বশের বলে দুর্দান্ত কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে বাবর পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকের আরও কাছে। এরপর দ্বাদশ ওভারে ডনোভান ফেরেরাইয়ের বলে লং অফে এক রান নিয়ে রোহিতকে ছাড়িয়ে যান তিনি।
১৮ বলে অপরাজিত ১১ রানে ইনিংস শেষ করেন বাবর। ২০১৬ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে ১৩০ ম্যাচে ১২৩ ইনিংসে তার সংগ্রহ এখন ৪,২৩৪ রান। এছাড়া আন্তর্জাতিক ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরির মালিক বাবর।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার সংগ্রহ ৪,২৩১ রান যা করতে রোহিত খেলেছেন ১৫১ টি ইনিংস। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক কিংবদন্তি বিরাট কোহলি। ১১৭ ইনিংসে তার সংগৃহীত রান ৪,১৮৮ । তিনজনই এখন এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available