আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক হামলার তীব্র বিরোধিতা করে দেশটির পক্ষে অবস্থান স্পষ্ট করেছে তুরস্ক। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের অধিকার কেবল ইরানি জনগণেরই—এমন মতও জানিয়েছে আঙ্কারা।

৩০ জানুয়ারি শুক্রবার ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এসব কথা বলেন।


ফিদান বলেন, ‘আমরা প্রতিটি সুযোগে আমাদের অংশীদারদের জানিয়েছি, ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক হস্তক্ষেপের বিপক্ষে তুরস্ক স্পষ্ট অবস্থান নিয়েছে। ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো কোনো বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই ইরানি জনগণের হাতেই শান্তিপূর্ণভাবে সমাধান হওয়া উচিত।’
উল্লেখ্য, সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি বিশাল নৌবহর ইরানের উপকূলের কাছাকাছি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হামলা এড়াতে আলোচনায় বসার আহ্বানও জানানো হয়েছে তেহরানকে।
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে এর জবাব হবে ‘দ্রুত ও সর্বাত্মক’। তবে একই সঙ্গে তারা পুনর্ব্যক্ত করেছেন যে, ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও চাপমুক্ত শর্তে আলোচনার পথ এখনও খোলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available