আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।


পিট হেগসেথ বলেন, “ইরানের পারমাণবিক সক্ষমতার পথে এগোনো উচিত নয়। প্রেসিডেন্ট প্রতিরক্ষা দপ্তরের কাছ থেকে যা প্রত্যাশা করবেন, তা বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত থাকব।”
তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ও কৌশলগত অগ্রাধিকার পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা চলছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সামরিক শক্তি মোতায়েন করেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সম্ভাব্য বিভিন্ন বিকল্প পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দেশটিতে দাঙ্গা ও সহিংসতায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।
এর আগে একাধিকবার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমননীতি অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। যদিও অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে শুরু হওয়া ওই গণবিক্ষোভ সম্প্রতি অনেকটাই স্তিমিত হয়ে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার পর যদি তেহরান আবার পারমাণবিক কর্মসূচি জোরদার করে, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না। সূত্র: আল আরাবিয়া
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available