• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ সকাল ১১:৪৩:৪৯ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

সিরীয় সরকার ও এসডিএফের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি

২১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৫:১৯

সিরীয় সরকার ও এসডিএফের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটির সরকার।

Ad

সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, এই যুদ্ধবিরতি স্থানীয় সময় ২০ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। খবর আল জাজিরার।

Ad
Ad

এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, কুর্দিদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার অংশ হিসেবে তারা এসডিএফকে দামেস্কে প্রতিরক্ষামন্ত্রীর সহকারী পদে একজন প্রার্থীর নাম দিতে বলেছে।

এসডিএফও যুদ্ধবিরতিতে সম্মতির কথা নিশ্চিত করেছে এবং জানিয়েছে, তারা প্রথমে আক্রমণ না হলে কোনো সামরিক তৎপরতায় জড়াবে না।

এসডিএফ এক বিবৃতিতে বলেছে, আমরা রাজনৈতিক পথ, আলোচনার মাধ্যমে সমাধান এবং সংলাপের জন্য উন্মুক্ত। ১৮ জানুয়ারির চুক্তি বাস্তবায়নে আমরা প্রস্তুত, যাতে উত্তেজনা কমে এবং স্থিতিশীলতা আসে।

তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই এসডিএফ অভিযোগ করে, সরকারপন্থী বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করে হাসাকার দক্ষিণে আবিয়াদ সড়কের পাশে তাল বারুদ গ্রামে হামলা চালাচ্ছে।

এসডিএফের মুখপাত্র ফারহাদ শামি বলেন, জারকান শহরে ‘তীব্র গোলাবর্ষণ’ চলছে এবং দামেস্ক-ঘনিষ্ঠ বাহিনী রাক্কার উত্তরে আল-আকতান কারাগারে পাঁচটি আত্মঘাতী ড্রোন ও ভারী গুলিবর্ষণ করে হামলা চালিয়েছে।

গত কয়েক দিনে সিরীয় সরকার বাহিনী দ্রুত অগ্রসর হয়ে এসডিএফের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে। ২০২৪ সালে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সবচেয়ে বড় সামরিক ও রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনী উত্তর-পূর্বাঞ্চলের আল-হোল শিবিরের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। এই শিবিরে হাজার হাজার আইএস (আইএসআইএল) যোদ্ধার পরিবার ও দীর্ঘদিনের উদ্বাস্তু মানুষ বসবাস করছে। এসডিএফ আগেই শিবিরটির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে।

এখনও এসডিএফের নিয়ন্ত্রণে রয়েছে হাসাকা শহর এবং কুর্দি অধ্যুষিত কামিশলি শহর। সিরীয় সরকার জানিয়েছে, যুদ্ধবিরতির সময় তারা এই দুই শহরে প্রবেশের চেষ্টা করবে না।

এলাকা ছাড়তে বাধ্য এসডিএফ

তীব্র সামরিক চাপের মুখে এসডিএফ বহু বছর ধরে নিয়ন্ত্রণে রাখা দুটি আরব-অধ্যুষিত প্রদেশ—রাক্কা ও দেইর আজ-জোর—থেকে সরে যেতে সম্মত হয়েছে। এই এলাকাতেই সিরিয়ার প্রধান তেলক্ষেত্রগুলো অবস্থিত।

দামেস্কে কুর্দি প্রতিনিধি আবদুল করিম ওমর আল জাজিরাকে বলেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল এখন এসডিএফ বাহিনীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একীভূত করার প্রক্রিয়ার জন্য প্রস্তুত।

জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত ইব্রাহিম ওলাবি বলেন, সরকার আশা করছে যুদ্ধবিরতি টিকে থাকবে। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করছি, যাতে এই চুক্তি বজায় থাকে।

এদিকে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের দূত টম ব্যারাক জানিয়েছেন, এখন থেকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় সরকারই যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদার, যেখানে আগে এই ভূমিকা পালন করত এসডিএফ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us