আন্তর্জাতিক ডেস্ক: ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠিন পদক্ষেপ’ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

১৩ জানুয়ারি মঙ্গলবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিক্ষোভকারীদের সহায়তায় বিভিন্ন উপায়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সহায়তাও রয়েছে বলে তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে। ট্রাম্পের দাবি, ইরানি কর্তৃপক্ষ বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে হত্যা করেছে। তবে নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।
ট্রাম্প বলেন, ‘কতজনকে হত্যা করা হয়েছে, সঠিক সংখ্যা কেউ দিতে পারেনি। তবে সংখ্যাটি উল্লেখযোগ্য হতে পারে।’
ইরানে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য কী, এ প্রশ্নে তিনি বলেন, ‘শেষ লক্ষ্য হলো জয়। আমি জিততে পছন্দ করি।’
সাক্ষাৎকারে ট্রাম্প দ্রুত কৌশলগত সাফল্যের ইঙ্গিত দেন। উদাহরণ হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক প্রচেষ্টা বা ২০২০ সালে কাসেম সোলাইমানি হত্যার ঘটনার কথা উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘ইরানে যা ঘটছে, আমরা মেনে নিতে পারি না। বিক্ষোভ এক বিষয়, কিন্তু হাজার হাজার মানুষ হত্যা করা অন্য বিষয়। ফাঁসির কথা বলা হচ্ছে, এটা ভালোভাবে কাজ করবে না।’
তিনি হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available