• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩২:৫১ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো: ট্রাম্প

৪ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৫:৪১

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো।’ ভেনেজুয়েলায় হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। খবর বিবিসি।

Ad

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা।’ যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান তিনি। ট্রাম্প আরও বলেন, এসব কোম্পানি ভেনেজুয়েলার ‘ভেঙে পড়া অবকাঠামো’ ঠিক করে ‘দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে’।

Ad
Ad

শনিবার ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হামলায় মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশ গত রাতে মার্কিন বাহিনী যা করেছে, তা করতে পারেনি।’

এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রচালান সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘদিন ধরেই ব্যর্থ। আমাদের বিশাল তেল কোম্পানিগুলো সেখানে গিয়ে বিলিয়ন ডলার খরচ করে অবকাঠামো ঠিক করবে।’

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, দেশটিতে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় ২০ শতাংশ।

ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্র ঠিক কীভাবে ভেনেজুয়েলা ‘চালাবে’ তা স্পষ্ট নয়। তবে তিনি বলেন, একটি ‘গ্রুপ’ বিষয়টি দেখভাল করবে। ওই গ্রুপে ভেনেজুয়েলার কারা থাকবেন জানতে চাইলে ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের সঙ্গে কথা বলেছেন।

ট্রাম্প দাবি করেন, রদ্রিগেস জানিয়েছেন তিনি ‘যুক্তরাষ্ট্র যা বলবে তাই করতে প্রস্তুত’। তবে পরে রাষ্ট্রীয় টিভিতে রদ্রিগেস বলেন, ভেনেজুয়েলায় ‘মাদুরোই একমাত্র প্রেসিডেন্ট’ এবং সরকার নিজেদের রক্ষায় প্রস্তুত।

এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালায় যুক্তরাষ্ট্র। পরে মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। তাদের ইউএসএস ইও জিমা জাহাজে তোলা হয়। পাম বন্ডি জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মামলা হয়েছে।

এক্সে তিনি লেখেন, ‘খুব দ্রুতই তারা আমেরিকান আদালতে আমেরিকান ন্যায়ের মুখোমুখি হবেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩২





ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার
৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৫৩






Follow Us