আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক সমুদ্রে ভেনেজুয়েলার নিকটবর্তী এলাকায় একটি তেলবাহী জাহাজের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। ২১ ডিসেম্বর রোববার এক মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানান, যদি অভিযান সফল হয়, তবে গত দুই সপ্তাহের মধ্যে এটি হবে তৃতীয় অভিযান।

মার্কিন কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টায় যুক্ত ‘ডার্ক ফ্লিট’-এর একটি জাহাজের পিছু নিয়েছে। তিনি বলেন, ‘জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করছে এবং এটি বিচারিক জব্দ আদেশের আওতায় রয়েছে।’ আরেক কর্মকর্তা বলেন, ট্যাংকারটি নিষেধাজ্ঞার আওতায় থাকলেও এখন পর্যন্ত সেটি আটক করা হয়নি।


এমন অভিযান বিভিন্নভাবে পরিচালিত হতে পারে বলেও জানান তিনি। এর মধ্যে সন্দেহভাজন জাহাজের খুব কাছে নৌ বা আকাশযান মোতায়েনের মাধ্যমে হতে পারে। তিনি আরও জানান, পিছু নেওয়া জাহাজটির অবস্থান ও নাম প্রকাশ করা হয়নি।
তবে ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড এবং মার্কিন সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, জাহাজটির নাম ‘বেলা ওয়ান’। বিশাল এই তেলবাহী জাহাজটিকে গত বছর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা তালিকাভুক্ত করে, যেখানে উল্লেখ করা হয় জাহাজটির সঙ্গে ইরানের যোগসূত্র রয়েছে।
ট্যাংকারট্র্যাকার্সডটকম জানায়, রোববার ভেনেজুয়েলার দিকে এগোতে থাকা বেলা ওয়ান খালি ছিল। ২০২১ সালে এই ট্যাংকার ভেনেজুয়েলার তেল চীনে পরিবহন করেছিল বলে রাষ্ট্রায়ত্ত ভেনেজুয়েলা তেল কোম্পানি পিডিভিএসএ’র অভ্যন্তরীণ নথিতে উল্লেখ রয়েছে। এছাড়াও, এটি পূর্বে ইরানি অপরিশোধিত তেল বহন করেছে বলে নজরদারি সংস্থাগুলো জানিয়েছে।
এদিকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় থাকা সব তেলবাহী জাহাজের ওপর ‘ব্লকেড’ ঘোষণা করেন। যারা ভেনেজুয়েলায় প্রবেশ বা সেখান থেকে বের হয় সব জাহাজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপিত হয়। ট্রাম্পের চাপ বাড়ানোর অংশ হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি জোরদার এবং প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় দুই ডজনের বেশি সামরিক হামলা পরিচালনা করা হয়েছে। এসব হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available