• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৯:৫০:২১ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

এক রাতের মধ্যে জার্মান সেনাবাহিনীর ২০ হাজার রাউন্ড গোলাবারুদ চুরি

৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১০:৫৮

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: জার্মান সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোলাবারুদ চুরি হয়ে গেছে। চুরি হওয়া এই গোলাবারুদের পরিমাণ ঠিক কত তা নিশ্চিত হওয়া না গেলেও এর সংখ্যা প্রায় ২০ হাজার রাউন্ড বলে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে। এক রাতের মধ্যে একটি ডেলিভারি লরি থেকে এসব গোলাবারুদ উধাও হয়ে যায়। এই ঘটনাটি নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দেশটিতে।

Ad

সংবাদমাধ্যম বিবিসি বলছে, জার্মান সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোলাবারুদ পূর্ব জার্মানির বুর্গ শহরে একটি ডেলিভারি লরি থেকে চুরি হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-কে দেয়া বক্তব্যে কর্মকর্তারা চুরি হয়ে যাওয়া গোলাবারুদের সুনির্দিষ্ট পরিমাণ জানাননি। তবে অন্যান্য প্রতিবেদনে প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্রের বরাতে বলা হয়েছে, চুরি হওয়া গোলাবারুদের পরিমাণ প্রায় ২০ হাজার রাউন্ড।

Ad
Ad

ধারণা করা হচ্ছে, গত ২৫ নভেম্বর রাতে সামরিক বাহিনীর চুক্তিভিত্তিক বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানের চালক ট্রাকটি একটি অরক্ষিত পার্কিংয়ে রেখে যাওয়ার পরই চুরির ঘটনা ঘটে। পরদিন মালামাল ক্লজভিৎস ব্যারাকে পৌঁছালে দেখা যায়, সেখানে গোলাবারুদ নেই। জার্মান সেনাবাহিনী ও পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলসহ অন্যান্য সূত্র জানিয়েছে, ডেলিভারি লরির ওই চালানে পিস্তলের জন্য ১০ হাজার রাউন্ড জীবন্ত গুলি, অ্যাসল্ট রাইফেলের জন্য ৯ হাজার ৯০০ রাউন্ড ব্ল্যাঙ্ক বুলেট এবং ধোঁয়া সৃষ্টিকারী গ্রেনেড ছিল।

এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও শনাক্ত বা আটক করা হয়েছে কি না, সেটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে হারানো এসব গোলাবারুদ কার হাতে যেতে পারে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় গণমাধ্যমকে বলেছে, ‘আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি, এ ধরনের গোলাবারুদ ভুল মানুষের হাতে যাওয়া একেবারেই কাম্য নয়।’

জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এমডিআর জানিয়েছে, তদন্তের মূল প্রশ্নগুলোর একটি হচ্ছে— চালক কেন নিরাপদ জায়গায় ট্রাকটি রাখেননি। প্রয়োজনে সহায়তার জন্য ড্রাইভারদের বিশেষ হটলাইন আছে এবং সেনাবাহিনী নিরাপত্তা এসকর্টও দিতে পারে। প্রতিবেদনে বলা হয়, চালক ট্রাকটি অরক্ষিত পার্কিংয়ে রেখে পাশের এক হোটেলে রাত কাটান।

সাক্সনি-অ্যানহাল্ট অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের আরও চুরি বা নিখোঁজের ঘটনা ঘটেছে। গত আগস্টে বেয়ার্নবুর্গের পুলিশ ৯০ রাউন্ড গুলি হারানোর কথা জানায়। কয়েক সপ্তাহ আগে আইসলেবেনে ১৮০ রাউন্ড গুলি নিখোঁজ হয়। তবে এসব ঘটনার মধ্যে এখনও কোনও সম্পর্ক পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ইমরান খান সুস্থ আছেন, জানালেন তার বোন
৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১৮:১১





Follow Us