• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০২:১৫:২৩ (27-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সুন্দরবনে রাঙ্গা বাহিনীর প্রধান অস্ত্র ও গোলাবারুদসহ আটক

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করেছে কোস্ট গার্ড।২৬ অক্টোবর রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটক নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।এর আগে গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্ট গার্ড।