আন্তর্জাতি ডেস্ক: ফিলিস্তিনের গাজায় বন্দি বিনিময় শুরু করেছে হামাস ও ইসরায়েল। ইতোমধ্যেই সাতজন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
স্থানীয় সময় আজ ১৩ অক্টোবর সোমবার সকালেই যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, সাতজন জিম্মিকে আইসিআরসির কাছে হস্তান্তর করেছে হামাস। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন ২০০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) জানিয়েছে, উভয় পক্ষের বন্দির মুক্তি তদারকি করার জন্য কাজ করছে তারা।
জিম্মিদের মধ্যে একজনের বাবা সংবাদ মাধ্যমকে বলেছেন, পনের মিনিটের মধ্যেই তাদের ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের কাছে হস্তান্তর করবে এবং এরপর তারা ইসরায়েলে পৌঁছাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available