• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে আশ্বিন ১৪৩২ রাত ১০:২৯:৪৭ (11-Oct-2025)
  • - ৩৩° সে:

আটকের পর আমাদের কথা বলারও সুযোগ ছিলো না: শহিদুল আলম

১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:১৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর হাতে আটক ও দেশটির কারাগারে বন্দি থাকার ভয়াল অভিজ্ঞতা জানিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।

তিনি বলেন, আটকের পর আমাদের কথা বলারও সুযোগ ছিলো না। মেন্টাল টর্চার বেশি করেছে। হাত পেছনে বেধে রেখেছিলো। আমাদের মধ্যে একজন ফিলিস্তিনি শার্ট পরা ছিলো তার ওপর চড়াও হয় বেশি। আমাদের হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিলো। কষ্ট হচ্ছিলো। ওরা মূত্রত্যাগ করে সেখানে আমাদের হাঁটু গেড়ে বসিয়ে রাখে। আমার পাসপোর্ট বারবার মাটিতে ফেলে দেয়া হচ্ছিলো।

Ad
Ad

১১ অক্টোবর শনিবার বিকেলে রাজধানীর দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিজ্ঞতার কথা জানান। ইসরাইলি কারাগার থেকে মুক্ত হয়ে আজ সকালে দেশে ফেরেন শহিদুল আলম। নিজের সেই অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

Ad

শহিদুল আলম বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর আমাদের ওপর অনেক রকমের নির্যাতন করা হয়েছিলো। তবে প্রধান ছিলো মানসিক নির্যাতন।

তিনি বলেন, মরুভূমির মধ্যে ইসরাইলের সবচেয়ে গোপনীয় কারাগারে আমাদেরকে রাখা হয়। কারাগারে অন্য জাহাজ থেকে আটক হওয়া আরেকজন সিলেটি সহযাত্রী আমাকে জানান, ইসরাইলি বাহিনী ওই ব্যক্তিকে আটক করার পর বলেছিলো ‘তুমি হামাসের এজেন্ট; ভিতরে নিয়ে তোমাকে গুলি করা হবে’।

শহিদুল আলম আরও জানান, কারাগারে তারা অনশন করেছিলেন। কোনো খাবার খাননি। তবে শারীরিক দুর্বলতার কারণে কয়েকজন খাবার খেয়েছেন। আড়াই দিনে তাদেরকে মাত্র এক প্লেট খাবার দেওয়া হয়। তাদেরকে লোহার বিছানায় থাকতে দেওয়া হয়েছিল, শৌচাগারগুলোর অবস্থাও ছিল শোচনীয়।

তিনি বলেন, গভীর রাতে হঠাৎ করে ইসরাইলি বাহিনী মেশিন গান নিয়ে সেলের মধ্যে ঢুকে যেতো। তারা জোরে আওয়াজ করতো, চিৎকার করে দাঁড়ানো বা অন্য আদেশ দিতো। আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করতো।

এসময় পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে শহিদুল আলম বলেন, অসাধারণ কিছু ব্যক্তি একসঙ্গে হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাকটিভিস্টরা কীভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি এবং আমরা ফেরার আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাবো এবং হাজারটা জাহাজ যাবে।

তিনি বলেন, আমাদের দেশে যেটা করেছি জুলাই অভ্যুত্থানের সময় রাস্তায় নেমেছি, আন্দোলন করে এরকম এক স্বৈরাচারকেও আমরা হঠাতে পেরেছি। এখানেও সেই জিনিস, আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ২ দিন পেছাল
১১ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩০:৩৯

সংবাদ ছবি
চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪১


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:০৬



সংবাদ ছবি
বন্দরে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:২৪



সংবাদ ছবি
১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:৪০


Follow Us