• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:৫৪:৩৮ (09-Oct-2025)
  • - ৩৩° সে:

আফগানিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ আরোপ

৯ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৬:০৬

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালেবান সরকারের একটি সূত্র বিবিসি আফগানকে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

আফগানিস্তানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সসহ সামাজিকমাধ্যমগুলোতে নির্দিষ্ট ধরনের কনটেন্টে বিধিনিষেধ আরোপের জন্য ফিল্টার প্রয়োগ করা হয়েছে।

Ad
Ad

ঠিক কী ধরনের পোস্ট ফিল্টারিংয়ের আওতায় আসবে তা অবশ্য স্পষ্ট করা হয়নি। কাবুলের কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিবিসিকে জানান, তাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিডিও আর দেখা যাচ্ছে না, একইসঙ্গে ইনস্টাগ্রামে প্রবেশও সীমিত করা হয়েছে।

Ad

দেশজুড়ে দুই দিনের জন্য ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ রাখার এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হলো।

ঐ ৪৮ ঘণ্টা ইন্টারনেট না থাকার ফলে দেশটিতে ব্যবসা-বাণিজ্য এবং বিমান চলাচল ব্যাহত হয় এবং জরুরি পরিষেবাগুলো পাওয়া সীমিত হয়।

গত মঙ্গলবার থেকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সীমিত পরিসরে ব্যবহারের সুযোগ পেয়েছেন বলে অভিযোগ করে আসছেন।

তালেবান সরকারের একটি সূত্র জানিয়েছে, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের মতো প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমাবদ্ধ করার জন্য কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।’

সূত্র আরও জানায়, আমরা আশা করি, এবার ইন্টারনেটের ওপর আর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে না। প্রায় পুরো দেশে ফিল্টারিং প্রয়োগ করা হয়েছে এবং বেশিরভাগ প্রদেশ এখন এর আওতায় রয়েছে।

এই বিধিনিষেধ আরোপের বিষয়ে তালেবান সরকারের কর্মকর্তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

এদিকে পূর্ব নাঙ্গারহার প্রদেশের একটি সরকারি অফিসে কর্মরত এক ব্যক্তি বিবিসিকে বলেন, তিনি ফেসবুক খুলতে পারেন, কিন্তু ছবি বা ভিডিও দেখতে পারেন না। সামগ্রিকভাবে ইন্টারনেটের গতি খুবই ধীর।

দক্ষিণ কান্দাহার প্রদেশের আরেকজন ব্যবহারকারী, যিনি একটি বেসরকারি ব্যবসা পরিচালনা করেন। তিনি বলেন, মঙ্গলবার থেকে তার ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ রয়েছে, কিন্তু মোবাইল ফোনের ডেটা কাজ করছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘মারাত্মক ধীরগতি’।

গত সপ্তাহেও ইন্টারনেট সম্পূর্ণ বন্ধের জন্য তালেবান সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। তবে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নরের একজন মুখপাত্র বলেছিলেন, ‘অপরাধ প্রতিরোধের জন্য’ ইন্টারনেট বন্ধ করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us