আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনায় নির্বাচনী প্রচারণার সময় উত্তেজিত জনতার ইট-পাটকেলের মুখে পড়লেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ২৭ আগস্ট বুধবার রাজধানী বুয়েন্স আয়ার্সে এক নির্বাচনী র্যালিতে যোগ দিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বোন কারিনা মিলেইসহ দলের নেতাকর্মীদের নিয়ে ওই সভায় যান প্রেসিডেন্ট মিলেই। এ সময় কয়েকজন ক্ষুব্ধ জনতা তার দিকে ইট-পাথর, বোতল ও অন্যান্য বস্তু নিক্ষেপ করতে শুরু করে। এর মধ্যে কয়েকটি আঘাতও লাগে প্রেসিডেন্ট মিলেইর শরীরে।
অবস্থার অবনতি হলে পুলিশ নিরাপত্তা জোরদার করে দ্রুত মিলেই ও তার বোনকে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করায়। এতে র্যালি স্থগিত হয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি একটি ঘুষ কেলেঙ্কারিকে ঘিরে হাভিয়ের মিলেইর সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। দুর্নীতির এ মামলায় প্রেসিডেন্টের বোন কারিনা মিলেইর সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় জনরোষ আরও বাড়ে।
সূত্র: আল-জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available