আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার বোর্নো রাজ্যের একটি মসজিদে নামাজ পড়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

২৪ ডিসেম্বর স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে মাগরিবের নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স এমনটি জানিয়েছে।


পুলিশ জানিয়েছে, এই হামলায় পাঁচজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। বিস্ফোরণটিকে আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।
দেশটির জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও এর একটি শাখা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএডিব্লিউএপি) এই শহরে বেশ প্রভাব রয়েছে।
বিগত দুই দশক ধরে বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় হাজার হাজার মানুষ নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মসজিদে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সশস্ত্র গোষ্ঠীগুলো এর আগে মাইদুগুরির মসজিদ ও জনাকীর্ণ স্থানগুলোতে আত্মঘাতী বোমা হামলা এবং ইম্প্রোভাইসড বিস্ফোরক ডিভাইস হামলা চালিয়েছে।
বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় একটি জঙ্গি সংগঠন। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সালে বোর্নো রাজ্যে এই গোষ্ঠীটি বিদ্রোহ শুরু করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available