• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৭:২৭ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১০:০৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: লাল-সবুজ রঙে সাজানো বিশেষ বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Ad

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন।

Ad
Ad

তবে মঞ্চে উঠে তিনি তার জন্য বরাদ্দ বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ার টেনে সেটাতে বসেন। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।

এর আগে লাখো জনতার মাঝ দিয়ে এগিয়ে যান সংবর্ধনা মঞ্চের দিকে। বিমানবন্দর থেকে তিনি রওনা দেন রাজধানীর ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে। রাস্তায় উপস্থিত বিপুল জনতার ঢল দেখতে দেখতে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা স্থলে এগিয়ে যায় তারেক রহমানের বাস। পরে মঞ্চে ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ সময় বিএনপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিচ্ছেন। তারেক রহমানও বাসের মধ্যে থেকে হাত নেড়ে অভিবাদন জানাতে জানাতে এগিয়ে আসেন।

জুলাই এক্সপ্রেসওয়ে জুড়ে বিএনপি নেতা–কর্মীদের বিপুল উপস্থিতি দেখা গেছে। সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটায় দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বজন ও দলের সিনিয়র নেতারা। পরে বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফুটে গণসংবর্ধনা স্থলের দিকে রওনা হয়েছেন। তার জন্য আগে থেকেই লাল, সবুজ রঙে একটি বাস সাজিয়ে রাখা হয়েছিল।

বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জামালপুরে ভারতীয় থান কাপড় ও কম্বল জব্দ
২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:০৪

সংবাদ ছবি
রাজাপুরে বাজি ধরে খালে ডুব, প্রাণ গেল কৃষকের
২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৫৭

সংবাদ ছবি
এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:৪৩






সংবাদ ছবি
শহীদ ওসমান হাদিকে নিয়ে যা বললেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০৮



Follow Us