• ঢাকা
  • |
  • রবিবার ২০শে পৌষ ১৪৩২ রাত ১২:১৫:৩৪ (04-Jan-2026)
  • - ৩৩° সে:

সাভারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৪৫:১৮

সাভারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাভার প্রতিনিধি: চলমান শৈত্যপ্রবাহে দরিদ্র, ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাভার পৌরসভা। পৌরসভার উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

Ad

২ জানুয়ারি শুক্রবার বিকেলে সাভার পৌরসভা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাভার পৌর এলাকার নয়টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পর্যায়ক্রমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন পৌরসভা চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা, সমাজ উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, হিসাবরক্ষক কর্মকর্তা শামসুদ্দিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কিছুটা কম হলেও পর্যায়ক্রমে সকল শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us