• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে পৌষ ১৪৩২ ভোর ০৪:৪৮:১৪ (12-Jan-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালপুরে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দুয়ারিয়ায় ইউনিয়নে ১৫০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান মো. ফজলুর রহমান।১০ জানুযারি শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে ডাঙাপাড়া গ্রামে নিজ কার্যালয়ে সামনে ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, আমাদের চারপাশে অনেক অসহায় গরিব দরিদ্র মানুষ আছে। এই তীব্র শীতে এসব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, ফুলজান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এমডি) বজলুর রহমান, প্রকল্প ম্যানেজার সোহেল রানা প্রমুখ।