সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামের আবাসিক এলাকায় অনুমোদনহীন পুরাতন ব্যাটারি ভেঙ্গে সিসা তৈরির একটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

২ নভেম্বর রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জসিম উদ্দিন ব্যাটারির সিসা তৈরির কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেন।


দীর্ঘদিন ধরে কারখানাটির বিষাক্ত কেমিক্যালের ধোঁয়া ও এসিডের উৎকট গন্ধে এবং তীব্র শব্দে স্থানীয় লোকজন চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। এছাড়া কারখানাটি থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে আশপাশের শত শত বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এই কারখানায় পুরাতন ব্যাটারি ভেঙ্গে ব্যাটারির সিসা উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের লোকজনসহ কারখানাটি পরিদর্শনের পর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ তাদের কোনো উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করবে না এমন প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও যদি তারা পুনরায় উৎপাদন শুরু করে, তাহলে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available