• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ সকাল ১০:৩৭:৫১ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

আজ থেকে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

৯ নভেম্বর ২০২৫ সকাল ০৮:১৮:৪৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ ৯ নভেম্বর রোববার থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা শনিবার শাহবাগে বিক্ষোভকালে পুলিশের জলকামান ও টিয়ারশেলের মুখে পড়েন।

Ad

এর প্রতিবাদে রোববার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

Ad
Ad

১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আন্দোলন করছেন। এর অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় শহীদ মিনারে অবস্থান নেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। ছত্রভঙ্গ করে দেওয়া হয় শিক্ষকদের।

এ সময় শিক্ষক ও পুলিশসহ আহত হন বেশ কয়েকজন। শিক্ষকেরা দাবি করেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ হামলা করেছে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ‘শিক্ষকদের সাথে আগেই কথা হয়েছিল নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাবেন না তারা। তাদের মধ্যে অতি উৎসাহীরা বেরিকেড ভাঙ্গতে গেলেই পরিস্থিতি ভিন্ন দিকে যায়।’

এদিকে আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
একনজরে আজকের খেলা
৯ নভেম্বর ২০২৫ সকাল ১০:০৬:৫২


সংবাদ ছবি
৮ ডিসিকে যুগ্মসচিব হিসেবে পদায়ন
৯ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫২:১৫


সংবাদ ছবি
মধ্যরাতে মোহাম্মদপুরে গ্যারেজে আগুন
৯ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৪০:০৩




সংবাদ ছবি
‍নির্বাচন কমিশনের ২৩ কর্মকর্তাকে বদলি
৯ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৫৫:১৩


Follow Us