নিজস্ব প্রতিবেদক: আরও এক দফা কমানো হলো সঞ্চয়পত্রের মুনাফার হার। আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি)।

১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে এই হার কার্যকর হয়েছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং সর্বনিম্ন মুনাফার হার ৮ দশমিক ৭৪ শতাংশ। এর আগে গত বছরের জুলাই মাসেও সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছিল। ছয় মাস পরপর সরকারের আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করা হয়।
নতুন কাঠামো অনুযায়ী, কম বিনিয়োগে মুনাফার হার তুলনামূলক বেশি এবং বেশি বিনিয়োগে মুনাফার হার কম হবে। এ ক্ষেত্রে বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। এই পরিমাণ বা এর কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে, আর এর বেশি বিনিয়োগে মুনাফার হার কমে যাবে।
সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর শেষে মুনাফার হার কমিয়ে ১০ দশমিক ৫৪ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ। একই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে ১০ দশমিক ৪১ শতাংশ করা হয়েছে।
পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১১ দশমিক ৯৮ শতাংশ থেকে কমিয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪১ শতাংশে।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রেও মুনাফার হার কমানো হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা এখন পাওয়া যাবে ১০ দশমিক ৪৪ শতাংশ, যা আগে ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ। বেশি বিনিয়োগে এ হার কমিয়ে ১০ দশমিক ৪১ শতাংশ করা হয়েছে।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও একইভাবে মুনাফা কমেছে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ থেকে কমিয়ে ১০ দশমিক ৪৮ শতাংশ করা হয়েছে। আর বেশি বিনিয়োগে এ হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৪৩ শতাংশে দাঁড়িয়েছে।
সরকার জানিয়েছে, ২০২৫ সালের ১ জুলাইয়ের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমে ইস্যুকালীন মেয়াদ পর্যন্ত সে সময়ের নির্ধারিত মুনাফার হারই প্রযোজ্য থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার কার্যকর হবে। আগামী ছয় মাস পর আবারও মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, সঞ্চয়পত্রের গ্রাহক মূলত দেশের মধ্যবিত্ত ও পেনশনভোগী পরিবারগুলো। অনেক পরিবার তাদের নিয়মিত সংসার ব্যয়ের একটি অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকে মেটায়। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বাড়ায় সঞ্চয়পত্রের মুনাফা কমে যাওয়ায় নতুন বছরের শুরুতেই মধ্যবিত্তের ওপর আর্থিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available