নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি। এর মধ্যে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে চারজন পুরাতন, দুই জন নতুন মুখ।

৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


নোয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী- ২ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। নোয়াখালী-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী-৫ আসনে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম। নোয়াখালী-৬ আসনে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম।
এ ছাড়া মনোনয়ন দৌড়ে প্রত্যেক আসনে ৫/৬ জন মনোনয়ন চেয়েছিলেন। এখন দলীয় ধানের শীষের একক প্রার্থী হলেন তারা, এখন থেকে চলবে মাঠ গোছানোর পালা।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সদস্য সচিব হারুন রশিদ আজাদ ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া পৃথকভাবে বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক জিয়ার ধানের শীষের প্রার্থীকে বিজয় করাই হলো লক্ষ্য। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available