রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত মো. জামিল ইজাদারের নিহত হওয়ার ঘটনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক ও শিক্ষিকা শোক র্যালি, মানববন্ধন ও দুর্ঘটনা এড়াতে খুলনা-মোংলা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর এ স্মারকলিপি দেন।


উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে উপজেলা পরিষদ চত্তর থেকে এক শোকর্যালি বের করেন আগত শিক্ষকগণ। পরে তারা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড় হয়ে খুলনা-মোংলা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
বেলা সাড়ে ১১টায় সহকারী শিক্ষক মো. আবুল বাশারের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভায় প্রয়াত জামিল ইজাদারের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। জামিল ইজাদার তার শিক্ষকতা জীবনে একজন ভালো শিক্ষক ছিলেন। তার আচরণ ছিল সন্তোষজনক। তার স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলীর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জাহান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ওসমান গণি, সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় সানা, প্রধান শিক্ষক তাপস পাল, মো. মনিরুল ইসলাম, মো. ইজাদুল হক, তরফদার মুক্তাদির হোসেন, দিপঙ্কর কুমার পাল, শরিফুল ইসলাম, মো. খায়রুল আলম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available