• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৩০:১১ (11-Nov-2025)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুরে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:০৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে সাব্বির হাসান (২৭) নামের এক ছাত্রদল নেতার মরদেহ পাওয়া গেছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

Ad

পুলিশের প্রাথমিক ধারণা, সাব্বির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার হাতে রশি দিয়ে বাঁধার দাগ থাকায় ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
  
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সাব্বির চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় তিন-চার জনের সঙ্গে ব্যাচেলর হিসেবে থাকতেন। সকালে বাসার একজন নাস্তা আনতে নিচে যান। ফিরে এসে দেখেন সাব্বিরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিনি মেঝেতে পড়ে আছেন। পরে তারা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে বাসার অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

Ad
Ad

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, ‘খবর পেয়ে আমরা সকাল ১০টার পর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের গলায় ফাঁসের দাগ রয়েছে। পাশাপাশি হাতে রশির দাগও দেখা গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটি হত্যা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
ভোলায় বেদে সম্প্রদায়ের জেলেদের মাঝে চাল বিতরণ
১১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৪২


সংবাদ ছবি
১৩ নভেম্বর খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ
১১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৭:৪৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২
১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১৩




Follow Us