সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে স্থপতি মুজাহিদ বেগের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ ১৪ জানুয়ারি বুধবার তার মনোনয়ন বৈধ বলে রায় দেন।

এর আগে গত ৩ জানুয়ারি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা মুজাহিদ বেগের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে নির্বাচন কমিশন তা গ্রহণ করে এবং প্রার্থিতা বৈধ ঘোষণা করে।


প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে বুধবার বিকেল থেকেই মুজাহিদ বেগের সমর্থক ও অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় ভোটারদের মধ্যেও আনন্দের আবহ বিরাজ করছে।
প্রতিক্রিয়ায় স্থপতি মুজাহিদ বেগ বলেন, ‘মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে আমার লক্ষ্য আরও স্পষ্ট হয়েছে। জীবনের বাকি সময় ফরিদপুর-৪ আসনকে একটি আদর্শ ও উন্নত মডেল সংসদীয় এলাকায় রূপান্তর করতে চাই।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available