চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে প্রতিনিয়ত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর চাপ বাড়ছে। হাসপাতাল সূত্র বলছে, চলতি মাসের ১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন মোট ৫৪৮ জন রোগী। এর মধ্যে শিশু ওয়ার্ডে ভর্তি ৩৬৩ জনের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন ১৮৫ জন নারী, শিশু ও প্রবীণ রোগী।

এরমধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই নবজাতকের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আইলহাঁস গ্রামের দুই দিনের নবজাতক গত ৩ নভেম্বর হাসপাতালে ভর্তির এক ঘণ্টার মধ্যেই মারা যায়। একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এক দিনের নবজাতক গত ৯ নভেম্বর ভর্তি হয়ে পরদিন মৃত্যুবরণ করে।


জেলা সদরের হানুরবাড়াদি গ্রামের মিরাজ ইসলাম বলেন, ‘আমার ছেলের হঠাৎ জ্বর-সর্দি হয়, পরে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে এনেছি। ডাক্তাররা বলছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। আজ সাত দিন হাসপাতালে ভর্তি করেছি। এখন কিছুটা ভালো আছে।’
আলমডাঙ্গার বন্ডবিল গ্ৰামের মৌসুমি বলেন, গত তিন দিন যাবৎ আমার চার বছর বয়সি বাচ্চার পেটে ব্যথা শুরু হয়। এরপর থেকেই ডায়রিয়ায় আক্রান্ত। চিকিৎসা ভালো পাচ্ছি।
রাব্বি নামের আরেকজন বলেন, ঠান্ডা লেগে মেয়ের কাশি–শ্বাসকষ্ট হচ্ছিল। বাড়ির চিকিৎসা কাজ না করায় হাসপাতালে আনি। ডাক্তাররা বলেছেন নিউমোনিয়া। এখন অক্সিজেন চলছে।
চিকিৎসকেরা বলছেন, ‘রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ার প্রকোপ কয়েকগুণ বেড়েছে। পাশাপাশি ঠান্ডাজনিত অসুস্থতায় ছোট শিশুদের মধ্যে নিউমোনিয়া উদ্বেগজনক হারে বেড়েছে। আতঙ্কের কিছু নেই, তবে পরিবারের সচেতনতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আসাদুল হক মালিক খোকন বলেন, ‘সম্প্রতি দিনে গরম, রাতে ঠান্ডা অনুভব হচ্ছে। এ কারণে অনেক শিশু ঠান্ডায় আক্রান্ত হচ্ছে। এ সময় বাবা-মায়ের সচেতনতাই সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ার শিশুসহ সব বয়সি রোগী বাড়ছে। প্রতিদিন গড়ে ৪০-৫০ রোগী ভর্তি হচ্ছে। এছাড়া আউটডোরে দুই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মিলে গড়ে ৩০০-৪০০ রোগী দেখছি।’
তিনি আরও বলেন, ‘আবহাওয়া পরিবর্তনজনিত কারণে অধিকাংশ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। ছোট শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া খুব দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। তাই সামান্য উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আনতে হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available