সাভার প্রতিনিধি : সাভারে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে অসহায়, দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

৩০ ডিসেম্বর রাতে গেন্ডা কবরস্থান মাঠেসহ বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত এর পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।


কম্বল বিতরণের সময় মেহরাব সিফাত বলেন, "এনসিপি মধ্যপন্থী দল ছিলো, আছে ও থাকবে। ভোটের মাঠে নির্বাচনকালীন জোট তাদের আদর্শে কোনো প্রভাব ফেলবেনা। সংসদে গিয়ে এনসিপি গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্খা নিয়েই লড়াই করবে"
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সদস্য আলেক মোহাম্মদ নান্নু, ঢাকা জেলা ও সাভার উপজেলা জাতীয় যুবশক্তি নেতা মো. বিপ্লব শেখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available