• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:৩১:৫৬ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

কালাইয়ে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৯:৪৮

সংবাদ ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি রুবেল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার রুবেল হোসেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের আফসার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ আগস্ট কালাই থানায় রুবেল হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শেষে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০২৪ সালের ১১ নভেম্বর দায়রা জজ আদালতের বিচারক আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে রুবেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার পর থেকেই রুবেল হোসেন পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে কালাই থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও এতদিন তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। অবশেষে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।

কালাই থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন,“রায়ের পর থেকেই আসামিকে গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় সফলভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে রুবেল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
পীরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:৫১



সংবাদ ছবি
নওগাঁর সীমান্তের বিজিবির টহল জোরদার
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৪:৪৬

সংবাদ ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:৫৮



সংবাদ ছবি
দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০২:৩৭


Follow Us