• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:১৬:১০ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে অবৈধ ফিড কারখানায় অভিযান, জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

২২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৪৬:৫৪

সংবাদ ছবি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে অনুমোদনহীন মৎস্য খাদ্য উৎপাদন রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

Ad

২১ ডিসেম্বর রোববার দুপুরে তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি, দেও চালা, এলাকায় অবস্থিত ‘আমিন ফিড’ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর ইসলাম। এসময় কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।

Ad
Ad

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি বিবেচনা না করেই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে মাছের খাবার তৈরি করে আসছিল।

তিনি বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এখানে অবৈধভাবে মৎস্য খাদ্য প্রক্রিয়াজাত করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং কারখানাটি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"

জনস্বাস্থ্যের গুরুত্ব ও এলাকাবাসীর ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, কারখানার বর্জ্য ও কাঁচামাল থেকে নির্গত তীব্র দুর্গন্ধে এলাকায় বসবাস করা দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিরা দুর্গন্ধের কারণে ইবাদত করতে সমস্যায় পড়ছিলেন। এলাকাবাসীর দাবি, আবাসিক এলাকায় এ ধরনের পরিবেশ দূষণকারী কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, অনিবন্ধিত কারখানায় মানহীন উপকরণ দিয়ে তৈরি মৎস্য খাদ্য মাছের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি সেই মাছ গ্রহণ করলে মানুষের শরীরেও দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। প্রশাসনের এই অভিযানকে সচেতন মহল সাধুবাদ জানিয়েছে এবং নিয়মিত এমন তদারকি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৬:৩৬





Follow Us