কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় আরকে মহাসড়কে প্রাইভেটকার ও অটোরিক্সার ধাক্কায় আবুল কালাম (৫৫) ও আলাল উদ্দিন (৫৫) নামে দুইজন কৃষক মারা গেছেন।

২২ ডিসেম্বর সোমবার এ ব্যাপারে সড়ক আইনের ধারায় অজ্ঞাত গাড়ি চালকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।


ওসি নজমূল হক জানান, রোববার রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়ার কৃষক আবুল কালাম বেইলীব্রীজ বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পাড় হচ্ছিলেন। এসময় মহাসড়কে বেপরোয়া ও দ্রতগতিতে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ১১ টার দিকে মারা যান তিনি।
এছাড়া একইদিন রাতে কুর্শা ইউনিয়নের শিবু কুন্ঠিরামের কৃষক আলাল উদ্দিন জুম্মারপাড় নামক এলাকায় মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় তাকে অজ্ঞাতনামা একটি অটোরিক্সা ধাক্কা দিলে তিনি সড়কের উপর পড়ে আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ১১ টার দিকে মারা যান তিনি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ব্যাপারে নিহতের দুই পরিবারের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার অজ্ঞাত প্রাইভেটকার এবং অটোরিক্সার চালকের বিরুদ্ধে সড়ক আইনের ৯৮/১০৫ ধারায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। অজ্ঞাত দুই গাড়ি চালককে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available