কুমিল্লা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুমিল্লা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দল-মত নির্বিশেষে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোক, আবেগ ও নীরবতার আবহ সৃষ্টি হয়েছে।

৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা নগরীর বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে থমথমে পরিস্থিতি দেখা যায়। বিএনপির জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে কালো ব্যানার টানানো হয়।


এ উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম, দোয়া মাহফিল এবং শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আজীবন সংগ্রামের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন বিএনপির নেতাকর্মীরা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন। এতে আমরা গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করছি।’
কর্মসূচিতে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available