গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় আয়না শাহ্ মাজার সংলগ্ন শালবন থেকে হরিধন নামের আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী শেখের মাধ্যমে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মরদেহ উদ্ধারের সময় শ্রীপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক এবং গাজীপুর জেলা পুলিশের এএসপি কালিয়াকৈর সার্কেলের মেরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


শ্রীপুর থানা পুলিশ নিশ্চিত করেছেন যে মৃত ব্যক্তির নাম হরিধন এবং তার আনুমানিক বয়স ৫৫ বছর। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুততম সময়ের মধ্যে নিহত ব্যক্তির সাথে কী ঘটেছিল তা নিশ্চিত করা সম্ভব হবে।
পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং পরিচয় সনাক্তকরণের পরই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available