- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:১২ (28-Dec-2025)
- - ৩৩° সে:
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি ফসলি জমির মাটি কাটার অভিযোগে উপজেলা প্রশাসন রাতভর অভিযান পরিচালনা করেছে।

২৭ ডিসেম্বর শনিবার রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।


অভিযোগের ভিত্তিতে টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন এবং পৌর এলাকার নোয়াগাঁও ওয়াকওয়ের উত্তর পাশে কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়। এসময় অবৈধ বেকুর ব্যাটারি জব্দ করা হয় এবং মাটি কাটার সঙ্গে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মাটি কাটার অপরাধী হওয়ায় মাটি ব্যবসায়ী বিল্লাল (৪৬) ও মো. আরিফ হোসেন (৪২)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি জমির মালিক পক্ষ থেকেও উপস্থিত প্রতিনিধিদের মাধ্যমে মুচলেকা নেওয়া হয় যে, ভবিষ্যতে তারা আর এ ধরনের অবৈধ মাটি ব্যবসায় যুক্ত হবেন না।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের সদস্য এবং উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available