শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর -৩ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূরুদ্দিন আহমেদ অপু বলেছেন, ১৮ কোটি মানুষকে জিম্মি করে তিনবার ভোটারবিহীন নির্বাচন করেছে আওয়ামী লীগ। তাদের কারণে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

২৮ ডিসেম্বর রোববার দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা শেষে তিনি এসব কথা বলেন।


অপু বলেন, ১৮ কোটি মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। মানুষের মধ্যে ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, আকুতি ছিল তা প্রতিষ্ঠিত হয়েছে। ৭১-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং ২৪ এর এই জুলাই আন্দোলনে আরেকবার বাংলাদেশ স্বাধীন হলো গণতান্ত্রিকভাবে। গণতান্ত্রিক এই অগ্রযাত্রা যেন নষ্ট না হয়, সেজন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার পথ চলাকে বাড়িয়ে দিতে চায়।
তিনি আরও বলেন, যারা এ দেশকে ভালোবাসে না, যারা এ দেশকে আবার ১৭ বছরের জঞ্জালে নিতে চায় তারাই মূলত নাশকতা করে বিভিন্ন রকমের চক্রান্ত করছে। চক্রান্তকারীরা চক্রান্ত করবে, বাংলার মানুষ তা রুখে দেবে। আর স্বাধীনভাবে মানুষ আগামী নির্বাচনে ভোট দেবে।
আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুদ্দিন আহমেদ অপু বলেন, আমরা আচরণবিধি লঙ্ঘন করছি না। সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছি। সেখানে মাত্র আমরা পাঁচজন ছিলাম আর সাংবাদিকরা ছিলেন।
তারেক রহমানের কোনো নির্দেশনা আছে কি না এমন প্রশ্নের জবাবে অপু বলেন, শুধু শরীয়তপুর-৩ আসন না, সারা বাংলাদেশে তারেক রহমানের ৩১ দফাই নির্দেশনা। আর আধুনিক শরীয়তপুর সেই ৩১ দফার মধ্যে রয়েছে।
পরে তিনি ডামুড্যা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারদের নিয়ে মতবিনিময় সভা করেন।
ভোটার ও বিএনপি নেতাকর্মীরা বলেন, আমরা বিগত ১৭ বছর নির্যাতিত ছিলাম। প্রিয় দলকে ভোট দিতে পারিনি। ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আজ ভালো লাগছে, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজেদের ভোট দিতে পারবো। আর আমরা আশা করছি নূরুদ্দিন আহমেদ অপু ভাই এমপি হলে আমাদের শরীয়তপুর আধুনিক শরীয়তপুরে রূপান্তরিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available