নীলফামারী প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর দুই আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


ঘোষিত তালিকা অনুযায়ী সংসদীয় আসন-১৩ নীলফামারী-২ (সদর) আসনে দলের প্রার্থী নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।
একইভাবে সংসদীয় আসন-১৫ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
মনোনয়ন ঘোষণার পর নীলফামারী ও সৈয়দপুর জেলা বিএনপি অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের প্রকাশ দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাচ্ছেন। এছাড়াও প্রার্থীদের পক্ষে তৃণমূল পর্যায়ে সমর্থন জোরদারের আলোচনা শুরু হয়েছে।
তবে নীলফামারী-১(ডোমার-ডিমলা) ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের প্রার্থী এখনও চুড়ান্ত ঘোষণা করা হয়নি। এ দুটি আসনে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন, তা জানার অপেক্ষায় রয়েছেন জেলার রাজনৈতিক অঙ্গণের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available