• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:১৯:১১ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বাড়তি দামে এলপিজি বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩৬

শ্রীপুরে বাড়তি দামে এলপিজি বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় এলপিজি গ্যাসের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

৪ জানুয়ারি রোববার উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

Ad
Ad

অভিযানকালে উপজেলার ডোমবাড়িচালা ও জৈনা বাজারসহ বিভিন্ন এলাকায় পাঁচটি এলপিজি গ্যাস এজেন্টের গোডাউন ও খুচরা দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, গুদামে পর্যাপ্ত গ্যাস মজুদ থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় করছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন ও সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম জানান, এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
দৌলতখানে সরকারি খাস জমি উদ্ধার
৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১২:৪৭



Follow Us