পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় শহরের করতোয়া সেতুতে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক প্রসেস সার্ভেয়ারের মৃত্যু হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আনোয়ারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি আটোয়ারী উপজেলায় প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে আটোয়ারীর কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আনোয়ারুল। করতোয়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। সঙ্গে সঙ্গে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী জানান, ঘটনার পর ঘাতক ট্রাক ও এর সহকারীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available