ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী শহরের শেরশাহ রোডস্থ (পূর্বটেংরী) এলাকায় সাবেক এলজিআরডি প্রকৌশলী মশিউর রহমান মজনুর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে।

১৫ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ও সৌদি প্রবাসীর স্ত্রী আল্পনা খাতুন (৪০), তার দুই সন্তান অনুপম আহমেদ গৌরব (২৩) ও অর্ক বিশ্বাস (১৫) কে অস্ত্রের মুখে জিম্মি করে দীর্ঘ সময় ধরে লুটপাটের এমন অভিযোগ উঠেছে।


ভুক্তভোগীর ছেলে অর্ক বিশ্বাস জানান, দুপুর ৩টার দিকে পরিচিত আসামি শুটার আলমগীর (৪৫) পানি পানের কথা বলে বাসায় প্রবেশ করে পিস্তল দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর সন্ধ্যা ৬টার দিকে আলমগীরকে সহযোগিতা করতে আরও তিন সহকর্মী সেখানে উপস্থিত হন। পরে তারা আলমারি ভেঙ্গে নগদ পাঁচ লক্ষ টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে দলের তিন সদস্য পালিয়ে যায়।
এসময় ভিকটিমের বড় ছেলে শুটার আলমগীরকে একা পেয়ে রড দিয়ে তার মাথায় পরপর তিনটা আঘাত করলে আলমগীর অচেতন হয়ে যায়। তখন আলমগীরকে একটি রুমে আটকে রেখে আল্পনা খাতুন বাহিরে এসে চিৎকার করে প্রতিবেশীদের ডাকলে পেছনের জানালার গ্রিল ভেঙ্গে আলমগীর পালিয়ে যায়। এর আগে গৌরব আলমগীরের হাতে থাকা ইতালির তৈরি ‘এপিটি’ ব্র্যান্ডের একটি বিদেশি পিস্তল ছিনিয়ে নিতে সক্ষম হয়।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন এবং ডাকাতদের ফেলে যাওয়া নম্বরবিহীন ইয়ামাহা ভি-টু ১৬০ সিসি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। শুটার আলমগীর ও তার সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available