• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৩:৪৪ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদশ’র আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

৩১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫৮:৩০

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদশ’র আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদশের প্রাচীন ও স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন হয়েছে।

Ad

এরই ধারাবাহিকতায় এইউবি ঢাকায় ৩য় আন্তর্জাতিক কনফারেন্স এর আয়াজন করে।

Ad
Ad

এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মালয়েশিয়ার উচ্চতর শিক্ষামন্ত্রী ড. জাম্বরী আবদ কাদির, এতে মূল প্রবন্ধ পেশ করেন এইউবি’র প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাহিত্যিক, বাংলা একাডেমির চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম ফজলুল হক।

সভাপতিত্ব করেন এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হুসাইন ভূঁইয়া। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন আন্তর্জাতিক কনফারেন্সের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ জাফার সাদেক।

৩০ ও ৩১ জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারকা মানের হোটেলে ও এইউবি আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এই আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়।

মালয়েশিয়ার উচ্চতর শিক্ষামন্ত্রী ড. জাম্বরী আবদ কাদির বলেন, ড. সাদেক ও এশিয়ান ইউনিভার্সিটি আমার কাছে একটি পরিচিত নাম, বাংলাদশর শিক্ষাক্ষেত্রে তার ভূমিকা সবাই যুগ যুগ ধরে মনে রাখবে। সারা পৃথিবীতে উচশিক্ষার স্থায়ী প্রসার ও সফলতা লাভ করুক এই প্রত্যাশা। উচ্চশিক্ষায় এশিয়ান ইউনিভার্সিটির আগ্রহী সকলকে মালয়শিয়ায় সাদর আমন্ত্রন। এইউবি আমাকে যেই সম্মান দিয়েছে তার জন্য আমি এইউবির প্রতি কৃতজ্ঞ।

এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক তার মূল প্রবন্ধে বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয় বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মানসম্মত শিক্ষা, যুগোপযোগী গবেষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন দক্ষ মানবসম্পদ তৈরির প্রক্রিয়া অনুসরণ করছে এইউবি। আমরা গত ৩০ বছর মেধা ও নৈতিকতায় উন্নত দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট উপহার দিয়েছি। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।

পাঠ্যক্রমকে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করে কাজ করছে এইউবি , যাতে গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে দক্ষ ও টেকসই অবদান রাখতে পারেন।

বাংলা একাডমির চেয়ারম্যান প্রফেসর  আবুল কাসেম ফজলুল হক বলেন, বিশ্ববিদ্যালয়গুলাকে কেবল ডিগ্রি সর্বস্ব না হয়ে উদ্ভাবনী গবেষণা ও শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন করত হবে, যা গবেষণালব্ধ জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে।
আলাচনা সভায় সভাপতির বক্তৃতায় এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হুসাইন ভূইয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আন্তর্জাতিক কনফারেন্স এ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ফ্যাকাল্টি, শিক্ষার্থী তাদের পেপার প্রেজেন্টেশন করেন।  

এছাড়া এতে এইউবি ট্রাস্টি মেম্বার ও সিন্ডিকেট মেম্বারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লায় বাসচাপায় নিহত ২
কুমিল্লায় বাসচাপায় নিহত ২
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৪:০৭

পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১২:৪২









Follow Us