• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫২:৫৭ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

ভোটকেন্দ্র দখল করলে কেউ বাড়ি ফিরতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫৯:৩৯

ভোটকেন্দ্র দখল করলে কেউ বাড়ি ফিরতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়ি ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Ad

৩১ জানুয়ারি শনিবার রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘একটি দলের কথাবার্তায় বোঝা যাচ্ছে, তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। ভোটকেন্দ্র দখল করতে এলে একজনও বাড়ি ফিরে যেতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা-৮ আসনে আমরা চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।’

নির্বাচনী বক্তব্যে তিনি বলেন, ‘কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠে চাঁদাবাজি শুরু করে এবং রাতে পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যায়। জনগণ আর এ ধরনের চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। তাই এবার নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ভোটকে ঘিরে সহিংস প্রস্তুতির নানা তথ্য তাদের কাছে এসেছে। তিনি বলেন, ‘গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প শেষ হয়ে গেছে আমরা এমন খবর পাচ্ছি। তবে আমরা আইন হাতে তুলে নেবো না। জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলবো।’

এ সময় তিনি খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুমিল্লায় বাসচাপায় নিহত ২
কুমিল্লায় বাসচাপায় নিহত ২
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৪:০৭

পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১২:৪২








Follow Us