নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫।

৩০ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ নম্বর বেরিবাঁধ সংলগ্ন একটি লিচু বাগানে অভিযান পরিচালনা করে দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে প্রায় ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার সদৃশ্য গুঁড়া, কাঁচের গুঁড়া, পাথর, লোহার পেরেক, কসটেপ, জর্দার কৌটা ও গ্যাস লাইটারসহ বিভিন্ন বোমা তৈরির সামগ্রী উদ্ধার করেছে র্যাব।


র্যাব জানায়, উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available