• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:৪৫:৩১ (15-Oct-2025)
  • - ৩৩° সে:

‘আগুন নিয়ন্ত্রণে এলেও আবার জ্বলে উঠতে পারে, সতর্ক আছি’

১৫ অক্টোবর ২০২৫ সকাল ০৯:২০:৪১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও আবার জ্বলে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

তিনি বলেন, মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার (১৫ অক্টোবর) বুয়েটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে।

Ad
Ad

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তারা দেখবেন, কী ধরনের কেমিক্যাল রয়েছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Ad

তবে কেমিক্যালগুলো পাউডার ছিল, বস্তা দেখেছি। পরিপূর্ণ সার্চের পরে আসলে বলা যাবে কী ধরনের কেমিক্যাল ছিল, যোগ করেন ডিজি।

১৪ অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, এখনও ধোঁয়া বের হচ্ছে। গোডাউনে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে। কেমিক্যালের আগুন আর অন্য আগুনের মধ্যে পার্থক্য রয়েছে। কেমিক্যালের আগুন দ্রুত নিয়ন্ত্রণ করতে গেলে দুর্ঘটনার শঙ্কা থাকে।  

আগুন নেভানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তবে আগুন আবার জ্বলে উঠতে পারে। আমরা সতর্ক আছি। আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও এখানে সবাইকে সতর্ক থাকতে হবে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি অনেক অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুনে তিনজন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। কোনো এলাকায় অনুমোদনহীন গোডাউন গড়ে উঠলে সেটির বিষয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সচেতনতার কথা উল্লেখ করে তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে যেন কেমিক্যাল গোডাউন স্থাপন করা হয়।

এদিকে রাতে তিনি বলেন, গোডাউনের কেমিক্যাল সম্ভবত পাউডার জাতীয় ছিল। বস্তা দেখেছি, তবে এখনো সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগা সেই কেমিক্যাল গোডাউন থেকে এখনো ধোঁয়া উঠছে। পরিপূর্ণ সার্চের পরে সম্পূর্ণ ক্লিয়ার হওয়া যাবে আর কোনো লাশ আছে কিনা। রাতেও ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি পোশাক কারখানায় লাগা এ আগুনে এ পর্যন্ত ১৬ জনের মরদেহ পাওয়া গেছে। যাদের মধ্যে সাতজন নারী ও নয়জন পুরুষ। তবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
পদ্মায় মা ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড
১৫ অক্টোবর ২০২৫ সকাল ১০:৫২:০৮




সংবাদ ছবি
বিয়েতে বন্ধু না আসায় কবুল বলেনি বর!
১৫ অক্টোবর ২০২৫ সকাল ১০:০৭:১৯






Follow Us