নিজস্ব প্রতিবেদক : প্রেমিকের সঙ্গে দেখা করতে পরিবারকে না জানিয়ে হবিগঞ্জ থেকে রংপুর যাচ্ছিল দশম শ্রেণির এক ছাত্রী। কিন্তু, ঘুমন্ত অবস্থায় ঢাকা পৌঁছে যায় সে। গভীর রাতে কোথায় যাবেন বুঝতে না পেরে বাসেই বসেছিল ওই কিশোরী।
এ অবস্থায় বাসের স্টাফরা কিশোরীটিকে ঘিরে নানান প্রশ্ন শুরু করলে এক যাত্রীর কাছ থেকে ফোন পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর তিনটার দিকে হবিগঞ্জ থেকে ওই কিশোরীকে নিয়ে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনালে পৌঁছায়।
প্রেমিকের সঙ্গে দেখা করতে ওই কিশোরীর গাজীপুরে নেমে সেখান থেকে অন্য বাসে রংপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু, ঘুমিয়ে পড়ার কারণে সে গাজীপুরে নামতে পারেনি। বাসের সব যাত্রী নেমে গেলেও সে একা বাসের ভেতর রয়ে যায়। এসময় বাসের স্টাফরা তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ শুরু করলে একজন যাত্রী বিষয়টি সন্দেহজনক মনে করে ৯৯৯ নম্বরে ফোন দেন।
৯৯৯–এর কল টেকার কনস্টেবল সালমান খবরটি তৎক্ষণাৎ তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশকে জানান। পরে থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই কিশোরীকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীটি জানায়, সে দশম শ্রেণিতে পড়ে। প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য সে বাড়িতে না জানিয়ে রংপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে রওনা দেয়। কিশোরীর গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু ঘুমিয়ে পড়ায় সে গাজীপুর নামতে পারেনি। গভীর রাতে বাসটি ঢাকার মহাখালী এসে পৌঁছে। বাসের সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে কিশোরীটি। এরপর বাস স্টাফরা কিশোরীকে বিভিন্ন প্রশ্ন করছিলেন। এ অবস্থায় একজন বাসযাত্রী ৯৯৯ নম্বরে ফোন করেন ভোর তিনটায়।
পুলিশ জানিয়েছে, কিশোরীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে; তারা ঢাকায় এসে তাকে নিয়ে যাবেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, একজন সচেতন যাত্রী ও ৯৯৯–এর তাৎক্ষণিক পদক্ষেপে সম্ভাব্য বিপদ থেকে কিশোরীকে রক্ষা করা সম্ভব হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available