• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই ভাদ্র ১৪৩২ রাত ১০:৫৮:০৮ (26-Aug-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

২৬ আগস্ট ২০২৫ বিকাল ০৫:০৪:১৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। 

২৬ আগস্ট মঙ্গলবার বিকেল তিনটার পর এই সড়কটি অবরোধ করেন তারা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে বুয়েট শিক্ষার্থীরা বলছে, প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭, বুয়েট) গতকাল সোমবার (২৫ আগস্ট) ডিপ্লোমাধারীরা নেসকো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে- আজ বিকেল ৩টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটিসহ প্রকৌশল অনুষদ চালু আছে, এমন সব বিশ্ববিদ্যালয়কে মিছিল নিয়ে শাহবাগে আসার আহ্বান জানানো হয়েছে; ঢাকার বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং ডিসি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচির আহ্বান করা হয়েছে; অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
ফুলবাড়ী ট্রাজেডি দিবসের আজ ১৯ বছর
২৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:১৬