নিজস্ব প্রতিবেদক: তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২২ আগস্ট সকাল ১০.০০ টায় মানববন্ধনটি উত্তরা খালপাড়ে অনুষ্ঠিত হয়।
সচেতন তুরাগবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনের কর্মসূচিতে বক্তারা বলেন, একটি মহল নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে যুক্ত করতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তুরাগবাসী এই ষড়যন্ত্রকে রুখে দিবে।
তুরাগ ঢাকা-১৮ আসনের সাথে ছিল এবং থাকবে।
আমরা ঢাকা-১৮ আসনের বাসিন্দারা সুখে-দুঃখে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছি। আমাদের ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডে প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। অত্র ওয়ার্ডসমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থাসহ সব কিছু ঢাকা-১৮ আসনের সাথে সংযুক্ত।
এ সময় বক্তারা আরও বলেন, আমরা আমাদের নাগরিক সকল কাজের সুবিধার্থে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঢাকা-১৮ আসনে আছি এবং থাকতে চাই। আমরা কখনও ঢাকা-১৬ তথা মিরপুরের সাথে যুক্ত হতে চাই না।
সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী জননেতা মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মো. শফিকুল ইসলাম ও সমাজসেবক কামরুল হাসানের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।
উপস্থিত ছিলেন, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী সুরুজ্জামান, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, শরীফ মিয়া, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, মুহিবুল্লাহ, কামরুল ইসলামসহ তুরাগের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিজন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available