• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩০:১০ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন

১৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৬:১৮

শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন

‎নিজস্ব প্রতিবেদক: ‎ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‎ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মিরপুর-১০ সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের সভাপতি লসকর মো. তসলিম। এসময় তিনি সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আশরাফুল আলম, মুফতি মোঃ মাসুদুর রহমান, আব্দুল গফুর, সেলিম খলিফা, হাজী নুরুল ইসলামসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে লসকর মোঃ তসলিম বলেন, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সচ্ছল ব্যক্তিরা যদি স্বতঃস্ফূর্তভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি ভবিষ্যতেও ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎অনুষ্ঠানটি শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। সংশ্লিষ্টরা ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







২য় দিনেও ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
২য় দিনেও ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
১৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৭:৩৩


সেনবাগ সরকারি হাসপাতালে দুদকের অভিযান
সেনবাগ সরকারি হাসপাতালে দুদকের অভিযান
১৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৪:২৮



Follow Us