• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৫০:৪৮ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

৮ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৮:০৯

সংবাদ ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

৭ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৫০) নামে দুজনকে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ।

Ad
Ad

দণ্ডপ্রাপ্ত সিকান্দার আলী ও আফসার আলী দুজনই মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কয়েকদিন আগে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়। সেখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবরে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন থানা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিকান্দার আলী ও আফসার আলী নামে দুজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকেই এক মাস করে কারাদণ্ড প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। অভিযান শেষে আসামী দুজনেকে জেল হাজতে প্রেরণের জন্য বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, বকশীগঞ্জের কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসন বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
গাজীপুরে ডাকাতির প্রস্তুতি, আটক ৩
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:০৩




সংবাদ ছবি
সমঝোতা ছাড়াই শেষ হলো পাক-আফগান সংলাপ
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১২:১৮


Follow Us